নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০৮:১৭ এএম
চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা মাসস সাংগ্রাইং পোওয়ে মারমাদের জলকেলি উৎসব উদ্যোগের প্রস্তুতি (৩য়)সভা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ ২০২৫ সকাল দশটায় ৩ নং বা ঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ ভবন হল রুমে মাসস সাংগ্রাইং পোওয়ে মারমাদের জলকেলি উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন,, মাসস কেন্দ্রীয় কমিটি মাসস প্রধান (ভারপ্রাপ্ত) আহবায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা সাবেক মংসুইপ্রু মারমা (ভারপ্রাপ্ত) কেন্দ্রীয় মাসস সদস্য সচিব ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। আরো উপস্থিত ছিলেন মাসস প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যা মারমাদের সুশীল সমাজের তিনটি উপজেলা মাসস নেতৃবৃন্দ সহ মারমা যুবক-যুবতী অংশগ্রহণ করেন। মাসস সাংগ্রাইং পোওয়ে জলকেলি উদযাপন উপ কমিটি সদস্য সংখ্যা মোট ৫ জন পরিচালনা কমিটি গঠন করা হয়। মাসস জলকেলি সাংগ্রাইং পোওয়ে উদযাপন কমিটি আহবায়ক ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ও মাসস জল কেলি উদযাপন কমিটি সদস্য সচিব উবাসিং মারমা। উল্লেখ্য মাসস সাংগ্রাইং পোওয়ে জলকেলি উৎসব উপকমিটি সকলে মতামত ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই জল কেলি মারমাদের সংগ্রাইং পোওয়ে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত প্রতিবছরে ন্যায় এবারও মারমাদের মাসস উদ্যোগের জলকেলি উৎসব পালন ও মারমাদের মিলন মেলা হিসাবে সকলের সুপরিচিত লাভ করছে। ১৩ এপ্রিল বাংলা নববর্ষ ও সাংগ্রাইং নতুন সাক্রয় নামে পালিত হয়। এই জলকেলি খেলা তরুন তরুণী আনন্দ মেতে উঠে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ জলকেলি মাধ্যমে স্বাগত জানানো হয়। বিগত বছরে সুখ দুঃখ রাগ অনুরাগ ভূলে গিয়ে পানি খেলা বা জল জলকেলি খেলা দিয়ে একে অপরে তরুন তরুনী পানি ছিটিয়ে সাংগ্রাইং জল খেলা পালন করা হবে বলে মাসস সাংগ্রাইং পোওয়ে জল কেলি উৎসব ৫ জন সদস্য সদস্যা কমিটি গঠন করা হয়। এ জলকেলি উৎসব উপকমিটি পক্ষে পার্বত্য চট্রগ্রামের রাঙ্গামাটি জেলা তিনটি উপজেলা মারমা বসবাসরত জনগোষ্ঠীর মাসস উদ্যোগ র্যালী মধ্যে দিয়ে পালিত করা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে । আগামী ১৬ এপ্রিল সম্ভাব্য তারিখ রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা যায়। মাসস উপ কমিটি সভাতে আহবায়ক জানান, এপ্রিল মাসে মাসস উদ্যোগে মারমা সাংগ্রাইং জলকেলি পানি খেলে শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশে শেষ করতে পারি সকলের প্রতি স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় এলাকাবাসী প্রতি সার্বিক সহযোগিতায় করার জন্য বিনীত অনুরোধ করছি।