বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে দেওয়া মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১৪ মার্চ) চার দিনের সফরে এসে এ সমর্থন প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গুতেরেস বলেন, ‘আমরা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা এখানে আপনার সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করতে এসেছি। যা কিছু করা প্রয়োজন, জানালে আমরা সহযোগিতা করবো।’ তিনি আশা প্রকাশ করেন যে, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন এবং বাস্তব পরিবর্তন আসবে।
তিনি বলেন ‘আমি জানি সংস্কার প্রক্রিয়া জটিল হতে পারে’।
মহাসচিব রোহিঙ্গা জনগণের প্রতি তার সহানুভূতি প্রকাশ করে বলেন, আমি এমন একটি জনগণের সঙ্গে কখনও দেখা করিনি যারা এতটা বৈষম্যের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের বিষয়ে অবহেলিত হয়ে গেছে।