Dhaka, রবিবার, মার্চ ১৬, ২০২৫
logo

স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:০২ পিএম

স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য!

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর পরিবারের দাবি তার স্বামীর মোবাইল ফোন রিসিভ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ওই মহিলার স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত রুমা আক্তার ২ সন্তানের মা ছিলেন।

গৃহবধূর মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়। প্রায় সময় মারপিট করা হতো রুমাকে। গতরাতে স্বামীর মোবাইল ফোনে একটি ফোন আসার পরে সেটি রিসিভ করেন গৃহবধূ রুমা। এ নিয়েই শুরু হয় ঝগড়া। অবশেষে নির্যাতন করে রুমাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেল পালিয়েছেন তার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরা।

এসময় রুমা হত্যার উপযুক্ত বিচারের দাবি করেছে পরিবারটি। এদিকে এই বিষয়ে দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানালেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ।