Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
logo

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৭:১১ এএম

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ

মধ্যরাতে রাজধানীর ফ্লাইওভার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তরুণর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই তরুণী মারা গেছেন। তিনি মানসিক ভারসম্যহীন ও বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম।

পুলিশ জানায়, মধ্যরাতে খবর আসে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক তরুণীর লাশ পড়ে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়।  

উপপরিদর্শক রিয়াজুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।