Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
logo

সত্য ও নিষ্ঠার সহিত সাংবাদিক তার কলমের মাধ্যমে কাজ করবে- জামায়াতে ইসলাম


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৮:০৪ এএম

সত্য ও নিষ্ঠার সহিত সাংবাদিক তার কলমের মাধ্যমে কাজ করবে- জামায়াতে ইসলাম

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৪.৩০ ঘটিকায় চারঘাট উপজেলা সদরে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

জামায়াতের চারঘাট উপজেলার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো: রুবেল আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো: শোয়েব আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় চারঘাট উপজেলার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দি এশিয়ান এজ জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম (রবি), সহ-সভাপতি মমিনুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক ও দি কান্ট্রিি টুডে উপজেলা প্রতিনিধি ইসমাইল হক। চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান ও সাধারন সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সনি আজাদ এবং প্রচার সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শাহিনুর রহমান সুজন। চারঘাট প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু। চারঘাট উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার উপজে প্রতিনিধ মোঃ মোজাম্মেল-সহ চারঘাট উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সাংবাদিকদের রজনিগন্ধা ফুল দিয়ে সাংবাদিকদের শুভেচ্ছা জানান। পরে তিনি সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে সঠিক নিউজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সত্য ও নিষ্ঠার সহিত সাংবাদিক তার কলমের মাধ্যমে দলমত নির্বিশেষে কাজ করবে এটাই কমনা করেন জামায়াতের অঙ্গ সংগঠন।