Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

অতিঃ পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে সিআরইউ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:৩৫ এএম

অতিঃ পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে সিআরইউ

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী 

সম্প্রতী চারঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার প্রণব কুমার পদোন্নতি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছে। তার কর্মজীবনের দীর্ঘ ৩বছর অতিবাহিত করলেন রাজশাহী চারঘাট সার্কেল এর সহাকারী পুলিশ সুপার হিসাবে। তার কর্মদক্ষতায় আগামীতে আরো সাফল্য অর্জনের লক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। 


শনিবার দুপুরে সিআরইউ এর সভাপতি ও দি এশিয়ান এজ এবং ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম (রবি) নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক  মানবকন্ঠ চারঘাট উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং সিআরইউ সাধারন সম্পাদক ও দি কান্ট্রিটুডে উপজেলা প্রতিনিধি  ইসমাইল হক চারঘাট সার্কেল এর কার্যালয়ে উপস্থিত ছিলেন। ওই সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

অতিরক্তি পুলিশ সুপার প্রণব কুমার বলেন, গত ১১ জুলাই ২১ তারিখ তিনি চারঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। সম্প্রতী তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন। অল্প সময়ের মধ্যে পাবনা জেলার ঈশ^রদী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। ওই সময় তিনি বলেন, সাংবাদিক এক মহতি পেশা। দেশ ও জাতী সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে ও শুনতে চাই। প্রতিনিয়ত সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে অজানা অনেক তথ্য উম্মোচন করে। যার কারনে দেশ ও বিদেশে বসবাসরত মানুষ গুলো ঘরে বসে খবর গুলো পড়তে পারছে। পরিশেষে চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।