Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যা করেছে স্বামী, অভিযুক্ত গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:৩৬ এএম

যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যা করেছে স্বামী, অভিযুক্ত গ্রেফতার

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

যৌতুক না পেয়ে বউ আফরিন আক্তার বৃষ্টি (২২) কে পিটিয়ে হত্যা করেছে ম্বামী মোঃ শাহিনুর (৩০)। অভিযুক্ত রাজশাহীর দূর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। হত্যা করার পর থেকে অভিযুক্তসহ পরিবারের অন্যান্য সদস্য পলাতক ছিল। দূর্গাপুর থানা পুলিশসহ র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। রবিবার ২৩ মার্চ সকালে হত্যাকারীকে কাশিয়াডাঙ্গা থানাধীন এলাকা থেকে আটক করে র‌্যাব-৫। 

র‌্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৫ বছর পূর্বে আফরিন আক্তার বৃষ্টির সাথে শাহিনুর সাথে বিবাহের বন্ধন হয়। স্বামী বিবাহের পর থেকেই যৌতুক দাবি করে। মেয়ের সুখ ও শান্তির কথা চিন্তা করে ২লক্ষ ৫০হাজার টাকা দেয়। এরপরেও অভিযুক্ত ও তার পরিবারের বাবা,মা ও ননদ মিলে আরো টাকা দাবি করে। কিন্ত ভুক্তভোগী ও তার পরিবার মেয়ের স্বামীর দাবি পূরন করতে ব্যার্থ হয়। পক্ষান্তরে গত ১৪ মার্চ দুপুরে স্বমাী ও তার পরিবারের সদস্যরা মিলে বৃষ্টিকে পিটিয়ে মেরে ফেলে পলিয়ে যায়।

এবিষয়ে নিহতের বাবা দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। গোয়েন্দা ত্যথ্যের ভিত্তিতে রবিবার সাকাল অনুমান ৮.৩০টার সময় মূল অভিযুক্তকে আরএমপি’র কাশিয়াডাঙ্গ থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। ইতোপূর্বে গত ১৬ মার্চ নিহতের শশুর আব্দুল জলিল (৫৫) এবং অপরজন শ্যামলী (৩৫) কেও আটক করে র‌্যাব-৫। 

দূর্গাপুর থানার অফিসার ইন-চার্জ দুরুল হুদা বলেন, র‌্যাব-৫ অভিযুক্তকে দূর্গাপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করেছে। থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।