Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

কারও ডাকেই দিচ্ছিলেন না সাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোটাদিন


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০২:১৯ এএম

কারও ডাকেই দিচ্ছিলেন না সাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোটাদিন

 

 

আজ সোমবার (২৪ মার্চ) বিকেএসপির মাঠে অনুষ্ঠিত ডিপিএল ম্যাচে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলায় শুরুতেই রেফারির দায়িত্ব পালন করছিলেন দেবব্রত পাল। সকালে টসও সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু ম্যাচের প্রথম দিকেই কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। 

 

ওয়ার্ম আপের সময়েই তামিম কিছুটা অস্বস্তি অনুভব করেন, তবে টস করার পর যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন তার অস্বস্তি আরও বাড়ে। তামিম মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে জানান, তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তখন তরিকুল তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, কিন্তু কিছুক্ষণ পর তামিম আরও খারাপ বোধ করেন এবং মুখে ব্যথা অনুভব করেন।

 

এই অবস্থায়, মোহামেডান কর্মকর্তারা দ্রুত তামিমকে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বিকেএসপির চিকিৎসকও এ বিষয়ে পরামর্শ দেন। তামিম নিজেই তার গাড়িতে করে হাসপাতালে যান। তার আগে, মোহামেডানের ফিজিও এনাম ম্যাচ রেফারি দেবব্রতকে ফোন করে জানান, তামিমের বুকে ব্যথা অনুভূত হচ্ছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।