Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
logo

রমজানে পাবনা বিএসটিআই কর্তৃক ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ পিএম

রমজানে পাবনা বিএসটিআই কর্তৃক ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা

 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

পবিত্র রমজান উপলক্ষে পাবনা ও সিরাজগঞ্জ জেলায়বিএসটিআই’র মোট ২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রাজশাহী পিবিআই এই তথ্যটি নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার দিনব্যাপী ওই অভিযানগুলোতে ২৪টি প্রতিষ্ঠানকে বিবিধ অপরাধে বিএসটিআই সংশ্লিষ্ট আইনে মোট ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে উৎপাদিত অনুমোদনহীন বিপুল পরিমাণ পণ্য ও পণ্য তৈরির উপাদান ধ্বংস করা হয়।

অভিযান সমন্বয় করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (সিএম) শহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে মর্মে পাবনার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় হতে জানানো হয়।