Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫
logo

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান


Md Jahid   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ১২:১০ এএম

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

২৬ মার্চ, বুধবার বাংলাদেশের ইতিহাসে এক বিশেষ ঘটনার সাক্ষী থাকলো বঙ্গভবন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে আগত অতিথিদের নিয়ে মাগরিবের জামাতে ইমামতি করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ইফতারের পর, অনুষ্ঠানস্থলের অস্থায়ী নামাজ আদায়ের স্থানে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির পিছনের সারিতে অন্যান্য অতিথিদের সাথে সেনাপ্রধানও নামাজে অংশগ্রহণ করেন। তবে, নামাজের ইমামতির দায়িত্বে ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দী করা হয়, যেখানে দেখা যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। রাষ্ট্রপতির পাশাপাশি আরও অনেক অতিথি সেখানে নামাজে অংশগ্রহণ করেন।

সাধারণত, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মীয় রীতি পালনের ক্ষেত্রে বিশিষ্ট আলেম বা ধর্মীয় ব্যক্তিত্বরা ইমামতি করে থাকেন। তবে, এই অনুষ্ঠানে সেনাপ্রধানের ইমামতি করা এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে