সিয়াম ইসলাম প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০২:৪৩ এএম
মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা -আরিচা মহাসড়ক মানিকগঞ্জ শিবালয় উপজেলা উথলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ২৮ মার্চ শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সাভার পরিবহনের একজনকে সড়ক পরিবহন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০০০ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহমেদ। এ সময় তিনি বলেন ,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।