Dhaka, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
logo

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে: সারজিস


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ এএম

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, তিনি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি শনিবার (২৯ মার্চ) সকালে নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

 

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, "প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন মহান রাষ্ট্রনায়ককে পাঁচ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।" স্ট্যাটাসটি প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখানে ২০ হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন।

 

ফেসবুকে মন্তব্য করতে গিয়ে সোহেল বীর বলেন, "এ জাতির সৌভাগ্য যে আমরা একজন ড. ইউনূস পেয়েছি।" একইভাবে আজাদ আবুল কালামও তার মন্তব্যে বলেন, "আমারও একই আকাঙ্ক্ষা রয়েছে।" অন্য একজন দেলোয়ার আকন্দ সৌরভ লিখেছেন, "ড. ইউনূস সারা পৃথিবীর জন্য গর্বের বিষয়।" আরও একজন, তারেক হাসান, মন্তব্য করেছেন, "এভাবেই কমপক্ষে ৫ বছর ধরে যদি তাঁকে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্বে রাখা যায়, তবে জনগণ তার সুফল পাবেই।"

 

এছাড়া, আজকের দিনেই চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।