বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ইসির নির্বাচন প্রশাসন শাখা থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা দেয় চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয় ট্রাইব্যুনাল।
স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ATIF ASLAM ONCE AGAIN COMING TO DHAKA THIS NOVEMBER
রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম Entrepreneur News বলেন, আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ নূরনবী