Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

শেরপুর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর  ৩০ রোগী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ০১:৪৫ পিএম
Bangla Today News

 

শেরপুর সদর হাসপাতালে বিভিন্ন রোগের সমস্যা নিয়ে  ভর্তি  হওয়া রোগীদের ইনজেকশন দেওয়ার পর গুরুতর  অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর  রোববার দিবাগত  রাত ১টার দিকে।   এ ঘটনায় কমপক্ষে ৩০ জন  রোগী অসুস্থ হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো তা এখন সনাক্ত  করা যায়নি।
শেরপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কমপক্ষে ১২ জন রোগীকে এ সময় শ্বাসকষ্টের কারণে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অন্যান্য রোগীরাও খিচুনি, পেট ব্যাথা, মাথাব্যথা এবং বমি করছিল। সদর হাসপাতালে কর্তব্যরত কয়েকজন নার্স জানান এন্টিবায়োটিক গ্রুপের  সেফটিয়াক্সজম ও প্যান্টিট নামে দুটি ইনজেকশন দেওয়ার পর থেকেই রোগীরা অস্থিরতা পেট ব্যথা, খিচুনি ও শ্বাসকষ্টে ভুগতে থাকে। পরে কর্তব্যরত  ডাক্তাররা এসে রোগীদেরকে চিকিৎসা দিতে শুরু করে। এ সময় কমপক্ষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ সময় রোগী স্বজনরা অভিযোগ করেন কর্তব্যরত নার্স ইনজেকশন দেওয়ার পরপরই অবস্থা বেগতির দিকে সটকে পারেন।
পেটের ব্যাথা নিয়ে ভর্তি রহিমা বেগমের আত্মীয় রাসেল মিয়া জানান, ইনজেকশন দেওয়ার পরপর আমার রোগী খিচুনি পেট ব্যথা বমি করতে থাকে।  নার্সদের বিষয়টি জানালে তারা আগে কোন পাত্তা দেয়নি,  পরে অবস্থার অবনতি হলে ডাক্তার এসে রোগীকে ওষুধ দেয়।
শেরপুর  সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ূন আহমেদ নূর  জানান ঘটনার পর অসুস্থ রোগীদের অক্সিজেন সহ চিকিৎসা দেয়া হয়েছে।  কি কারনে এমন ঘটনা ঘটলো এখনও আইডেন্টিফাই করা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হবে।

মনিরুজ্জামান মনির শেরপুর জেলা   প্রতিনিধি 

Leave a comment