পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুর্গম চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা ৩০শে জুন ২০২৪ তারিখের অনুষ্ঠিত পরিক্ষায় অংশ নেয়। পরিক্ষায় অংশ নেয়া সকল শিক্ষার্থী পাস করে প্রতিষ্ঠানের নাম ফুটিয়ে তোলে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক কষ্ট করে আজ এ সফলতা পেয়েছি। আমাদের এ কলেজের তৃতীয় ব্যাচ আমরা এর আগে এটা মাধ্যমিক বিদ্যালয় ছিলো, এখনো কলেজের ভবন হয়নি, যথেষ্ট ক্লাস রুম ও বসার মতো বেঞ্চ নেই তাই আমরা প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একাত্রে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনদের সাথে একই ক্লাস রুমে বসে ক্লাস করতে হয়েছে। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বর্ষার মৌসুমে, আমাদের কলেজের পাকা ভবন নেই, আছে টিনসেট তাও অনেক পুরোনো বৃষ্টি আসলে আমাদের বই,খাতা সহ আমরা ভিজে যেতাম। তবুও আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভালো ভাবে পড়ালেখা করার৷ আজ আমরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পেরেছি।
চর আগস্তি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন,আমাদের কলেজ শাখার জন্য এখনো কোন শিক্ষক নিয়োগ হয়নি মাধ্যমিক শাখার শিক্ষক দিয়েই চালিয়ে নিচ্ছি। ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ আছে তাই আমাদের কলেজের পরিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে। তবে আমাদের ক্লাস রুম ও বেঞ্চের সংকট না থাকলে হয়তো ফলাফল আরো ভালো হতো। তবুও আমরা আনন্দিত যে আমাদের পরিক্ষা কেন্দ্র রাঙ্গাবালী (৪৪৮) এর একমাত্র কলেজ আমাদেরটা যেটার ফলাফল শতভাগ পাস।
আমাদের থেকেও বেশি আনন্দ পেতেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মরহুম লুৎফর রহমান গাজী সাহেব বেঁচে থাকলে।
আমরা ইসরায়েলি কোম্পানি নই : বাটা
11th admission starts on July 15, how much admission fee
উন্নত চিকিৎসার জন্য রাতে দেশ ছেড়েছেন তামিম
আবু তাঈম সিজান (গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি)