রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি।
নিহত আয়েশা দুই সন্তানের জননী। তার দেড় বছর ও তিন বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।
BB sets loan recovery target for aspiring non-bank MDs
The price of gold has decreased 7 times in a row
AC sales increased three times during intense heat
তিনি বলেন, বুধবার দুপুরে মাদক কারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়া বাঁধে এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের ব্লক রেইডের মাধ্যমে অভিযান চলছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী মামুন নামের এক যুবককে মারধর করে। এ সময় তাকে বাঁচাতে কয়েকজন স্থানীয় নারী-পুরুষ এগিয়ে গেলে, সন্ত্রাসীরা মামুনকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। সেই গুলি লাগে তিনতলার ব্যালকনিতে থাকা আয়েশার মাথায়। এতে নিজের ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আয়েশা।