শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের একটি ডিলার পয়েন্ট রয়েছে। গতকাল মধ্যরাতে ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল। পরে তারা ভেতরে থাকা তিন অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের ভেতরে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়। ভল্টটিতে এক কোটি ৩৪ লাখ টাকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
SHEIKH HASINA CONGRATULATES DONALD TRUMP
কাবাঘর ধ্বংস করতে আসা হস্তিবাহিনীকে যেভাবে পরাস্ত করেছিল আবাবিল পাখি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সেলফ প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপক সিহাব আহম্মেদ বলেন, ভবনের পেছনের গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করেছে। পরে তারা আমাদের স্টাফদের হাত-পা বেঁধে টাকা পয়সা নিয়ে যায়। আমাদের ভল্টে কোটি টাকার ওপরে ছিল।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত সুপার আদিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।