দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চজুড়ে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
নিউজিল্যান্ডের রাজধানীতে হচ্ছে বাংলাদেশের নতুন হাইকমিশন
শেরপুরে বিপুল পরিমান পলিথিন ব্যাগ জব্দ
সংবাদ প্রকাশের পর খাবারের দাম কমলো রাবিপ্রবি ক্যাফেটেরিয়ায়
তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতা মাঠে আছে, মাঠে থাকবে।’
শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে নাহিদ বলেন, ‘ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে, তার দায় দেশটির সরকারকেই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহি চাইব। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই।