Dhaka, বুধবার, এপ্রিল ৯, ২০২৫

মানিকগঞ্জ শিবালয়ে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২১ পিএম
মানিকগঞ্জ শিবালয়ে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত।

 

 

মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়ন শাখার কর্মী সভা ২৭ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান পাভেল, জেলা কৃষক দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব চৌধুরী,প্রচার সম্পাদক আরিফ মোল্লা,দপ্তর সম্পাদক আসাদুর রহমান আসাদ,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের সদস্য মোঃ মনিরুল ইসলাম,মোঃ রুবেল মোল্লা ও গিয়াস খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ তিনি তার বক্তব্যে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের বিপুল ভোটে ক্ষমতায় আসবে বলে আশা রাখছি। এ জন্য কৃষক দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের কৃষক দলের অবস্থান যেন মূল দলের পরে হয়। কৃষক দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করে বলছি ,আমরা যেন গরীব ও প্রান্তিক কৃষকদের ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নিকটে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া চান।
 

Leave a comment