Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ আটক ২

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৭:০৮ পিএম
Bangla Today News

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক মো. জিদান হোসেনসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৯ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন এবং বাকি একজন ইকবাল হোসেন।

সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মো. জিদান হোসেন সংগঠক পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকি ধমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল। পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করে আসছিল। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান জানান, মো. জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি আমরাও জানতে পেরেছি। এ বিষয়ে আমরাও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবো।

Leave a comment