Dhaka, বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫, ১১:৩২ এএম
Bangla Today News

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন দুই বিচারপতি, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব, মঙ্গলবার (২৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইনজীবী এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (২৪ মার্চ) তাদের আপিল বিভাগে নিয়োগ দেন, যা শপথ গ্রহণের পর কার্যকর হয়। আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এই নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়াল।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বিচারপতি ফারাহ মাহবুব ১৯৬৬ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের চতুর্থ নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

Leave a comment