রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে র্যাব-১ ৫৪ জনকে আটক করে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১-এর আরএম সেন্টারের চতুর্থ তলায় এই অভিযান চালানো হয়। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে একাধিক নারী কর্মীসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
বেগম জিয়াকে বাড়ি ছাড়া করে শেখ হাসিনা এখন দেশ ছাড়া: আলাল
Indian High Commissioner's meeting with the Prime Minister
বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন গঠন, যারা রয়েছেন
র্যাব-১ সূত্র জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মধ্যরাতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।