ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে থাকবে ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলা।
ঈদের জামাতের বিস্তারিত তথ্য:
ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড
ঈদে কারা কর্তৃপক্ষের ৩ দিনের আয়োজন, যেকোনো একদিন মিলবে স্বজনদের দেখা
ঈদের ছুটি বৃদ্ধি ও বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
* সময়: সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
* ব্যবস্থা: পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
* ধারণক্ষমতা: লক্ষাধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
* সুবিধা: ওজুর ব্যবস্থা, পানি পানের ব্যবস্থা, পর্যাপ্ত গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা।
ঈদ জামাতের পরবর্তী আয়োজন:
* ঈদ আনন্দ মিছিল: সকাল ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে।
* মিছিলে শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও সুলতানি-মোগল আমলের ইতিহাস সম্বলিত চিত্রকলা থাকবে।
* নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিছিলে অংশগ্রহণ করতে পারবেন।
* সাংস্কৃতিক অনুষ্ঠান: মানিক মিয়া এভিনিউতে ঈদ মিছিল শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
* আপ্যায়ন: অংশগ্রহণকারীদের জন্য সেমাই, মিষ্টি ও ঐতিহ্যবাহী বাতাসা দিয়ে আপ্যায়ন করা হবে।
* ঈদ মেলা: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে।
* মেলায় ২০০টির মতো স্টল, নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার ও চটপটি থাকবে।
* শিশুদের আনন্দের জন্য নাগরদোলা ও খেলার ব্যবস্থা থাকবে।
* মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবারের ঈদ জামাত ও ঈদ মিছিলে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।