Dhaka, বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৫, ১১:১১ পিএম
Bangla Today News

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু জেলায় আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এই কারণে, ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ের পাশাপাশি, এই অঞ্চলগুলোতে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

Leave a comment