স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল ঈদের শুভেচ্ছা জানানো এবং থানার কর্মীদের খোঁজখবর নেওয়া। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "কোন পত্রিকা কী বলল, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে, দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো সমস্যা নেই।" সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী পোস্ট করল, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে চান না বলে জানান।
পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না: মিজানুর রহমান আজহারী
30810 people arrived in Saudi to perform Hajj
বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায়
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে অনেক নিরীহ মানুষকে মামলায় জড়ানো হচ্ছে, যাদের নাম এজাহারে নেই—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, "বিষয়টি সত্য। এজাহারে নাম আছে, কিন্তু ঘটনায় জড়িত নয়, এমন মানুষও আছে। আবার, ঘটনার সময় দেশের বাইরে ছিলেন, এমন মানুষও আছে।"
নিরীহ মানুষ যাতে সাজা না পায়, সে জন্য সঠিক তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। শুধু থানার তদন্ত নয়, আলাদা কমিটিও গঠন করা হয়েছে। কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি।"