রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ এপ্রিল রোববার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে মোহাম্মদপুর ও আদাবর এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ জন, দ্রুত বিচার আইনের ২ জন, ডিএমপির মামলা সংক্রান্ত ৩ জন এবং পরোয়ানা অনুযায়ী ১ জন।
ডিএনসিসির প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে অত্যাধুনিক ফাঁদ স্থাপনের ঘোষণা
বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ইসলামি ব্যাংকিংয়ের জন্য স্বতন্ত্র বিভাগ চালু কেন্দ্রীয় ব্যাংকের
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম (২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭), জামিল (৪৫), সজল (২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল (১৮), মাহাফুজ (১৮), এবং আরিফ (২৫)।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে