Dhaka, বুধবার, এপ্রিল ৯, ২০২৫

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:২৩ এএম
Bangla Today News

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

৬ এপ্রিল রোববার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে মোহাম্মদপুর ও আদাবর এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ জন, দ্রুত বিচার আইনের ২ জন, ডিএমপির মামলা সংক্রান্ত ৩ জন এবং পরোয়ানা অনুযায়ী ১ জন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম (২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭), জামিল (৪৫), সজল (২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল (১৮), মাহাফুজ (১৮), এবং আরিফ (২৫)।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে

Leave a comment