ওবায়দুল ইসলাম রবি. রাজশাহী
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ও কারাদণ্ড।
গাইবান্ধা কামারজানীতে পাট গোডাউনে অগ্নিকাণ্ড।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল!
বর্তমান দেশ আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। নতুন উদ্ভাবনার মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নতুন প্রজন্ম নিত্য নুতন আবিস্কার করছে। দেশের ছাত্র সমাজ পাড়ালেখার পাশাপাশি খেলাধুলায় দেশের পক্ষে অনেক অবদান রাখছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ্যমে প্রকৃত খেলোয়াড় সৃষ্টি করতে হবে। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা লাগবে। রাজশাহীর চারঘাট উপজেলা মাদক প্রবণ এলাকা। এই এলাকায় খেলাধুলার মান উন্নয়নে দ্রুত কাজ করার আহবান জানান, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
রবিবার জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দিবসটি পালন করে চারঘাট উপজেলা প্রশাসন। ঈদের সরকারী ছুটি শেষে রবিবার ৬ এপ্রিল প্রথম কার্যদিবস ছিল। দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভপতিত্ব করেন ইউএনও।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন খেলাধুলার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অতীতের খেলার অনেক ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে পড়ার সময় এবং খেলার সময় খেলাধুলা করার আহবান জানান তিনি। ওই সময় উপজেলা বিএনপি সম্পাদক মুরাদ পাশা, কৃষি অফিসার আল মামুন হাসান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য দেন।