Dhaka, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম
Bangla Today News

ময়মনসিংহের খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে এই ঘটনাটি ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম লাল চাঁন (২২)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম জালাল উদ্দিন (৩৫)। নিহত ও অভিযুক্ত ব্যক্তি মৃত ইসলাম উদ্দিনের ছেলে। লাল চাঁন পেশায় মিশুক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন, তাদের ভগ্নিপতি বিরোধ মেটানোর উদ্দেশ্যে দুই ভাইকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে, উত্তেজিত জালাল উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই লাল চাঁনকে আঘাত করেন। এতে লাল চাঁন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত জালাল উদ্দিনকে আটক করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment