Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০১:৪২ এএম
Bangla Today News

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার (৭ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশিক চৌধুরী তাঁর পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত হন।

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, আশিক চৌধুরীকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

দায়িত্ব গ্রহণের পর, আশিক চৌধুরী বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাঁর প্রচেষ্টায় ঢাকায় আজ থেকে ৪ দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ৬০০ জনের বেশি শীর্ষস্থানীয় দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন।

Leave a comment