Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

শনিবার ঢাকার রাজপথে সশরীরে বিক্ষোভ করবেন আজহারি

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:১৫ এএম
Bangla Today News

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকায় সরাসরি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (৭ এপ্রিল) তিনি তার নিজস্ব ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় আজহারি বলেন, "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর নৃশংসতম গণহত্যার প্রতিবাদে 'মার্চ ফর গাজা' নামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) এই পদযাত্রা শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। ইনশাআল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।"

তিনি আরও বলেন, "মানবতার সমর্থনে, ন্যায়ের সমর্থনে এবং গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি ও পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য আমি সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।"

এর আগে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ (সোমবার) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 'নো ওয়ার্ক-নো স্কুল' কর্মসূচি পালিত হয়েছে।

Leave a comment