Dhaka, বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

সৌদিতে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

সিয়াম ইসলাম

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ এএম
সৌদিতে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী রোববার, ৩০ মার্চ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই খুশির দিনটি মুসলমানদের জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে।

সৌদি আরবের উল্লেখযোগ্য দুটি চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র, সুদাইর ও তুমাইরে, এদিন সন্ধ্যায় চাঁদ দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানিয়েছিলেন, সূর্যাস্তের মাত্র ৮ মিনিট পর অর্ধচন্দ্র অস্ত যাওয়ায়, আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তার এই অনুমান সত্যি করে, জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার চাঁদ দেখার সুখবরটি জানান।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। তাদের পূর্বাভাস ছিল, সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে ২৯ মার্চ চাঁদ দেখা অসম্ভব। তবে, সৌদির আকাশে চাঁদের দেখা মেলায় তাদের সেই গণনা ভুল প্রমাণিত হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেসব দেশ চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেখানে এবারের রমজান মাস ২৯ দিনেই শেষ হল। অর্থাৎ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

এই অপ্রত্যাশিত চাঁদ দেখার ঘটনা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। ঈদ উপলক্ষে সবাই এখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত।



 

Leave a comment