Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩৬ এএম
Bangla Today News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবকে 'অর্থহীন' বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্পের আলোচনার আহ্বানের বিপরীতে ইরান এমন সময় এই প্রতিক্রিয়া জানালো, যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেন। তিনি মনে করেন, মধ্যস্থতাকারীদের ছাড়াই সরাসরি আলোচনা দ্রুত এবং ফলপ্রসূ হতে পারে।

তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার বলেছেন, জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে সরাসরি আলোচনা অর্থহীন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কূটনীতির পথে হাঁটতে প্রস্তুত, তবে জাতীয় স্বার্থ রক্ষায় তারা কঠোর ও দৃঢ় থাকবে।

এর আগে, শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। তবে, তিনি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আলোচনার আগ্রহ থাকলে হুমকির কোনো মানে নেই।

Leave a comment