সিয়াম ইসলাম প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ১২:৫১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই কমিটির অনুমোদন দিয়েছেন।
দলের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ বার্তা পাঠান।
ঢাবির ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন