সিয়াম ইসলাম প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:৩৩ এএম
গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধি এবং চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। আজ দুপুর দেড়টার দিকে কারখানার শ্রমিকরা সফিপুর হরিণহাটি পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। তারা আসন্ন ঈদের ছুটি তিনদিনের পরিবর্তে পাঁচদিন বাড়ানোর পাশাপাশি চলতি মাসের বেতনও দ্রুত পরিশোধের দাবি জানান।
এই বিক্ষোভের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে যাত্রীরা এবং গণপরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ এবং থানা পুলিশ। তারা শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও, শ্রমিকরা দৃঢ় অবস্থানে থেকে তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন।
পরবর্তীতে, সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এর পরই প্রায় দুই ঘণ্টার পর মহাসড়কে যানচলাচল পুনরায় স্বাভাবিক হয়।
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতায়াতকারীদের জন্য বিরাট অসুবিধা তৈরি হলেও, শ্রমিকদের দাবি পূরণের জন্য তাদের আন্দোলন অব্যাহত ছিল।