Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

ঈদের দিনেও দখলদার ইসরায়েলের হামলা, প্রাণ গেল ২০ ফিলিস্তিনির


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ১০:২৭ পিএম

ঈদের দিনেও দখলদার ইসরায়েলের হামলা, প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের নৃশংস হামলা অব্যাহত রেখেছে। এই হামলায় বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঈদের আনন্দ মাটি করে দিয়েছে ইসরায়েলের এই বর্বরতা।

 

আজ গাজায় ঈদের প্রথম দিন। কিন্তু উৎসবের বদলে সেখানে চলছে ধ্বংসলীলা। ঈদের দিনেও ইসরায়েলি বোমার আঘাতে প্রকম্পিত হচ্ছে গাজার আকাশ। কামানের গোলার শব্দে সেখানকার বাসিন্দাদের আর্তনাদ যেন হারিয়ে যাচ্ছে।

 

গাজার মধ্যাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে। আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম জানিয়েছেন, দেইর আল-বালাহ থেকে কয়েক কিলোমিটার দূরে আল-মাওয়াসি এলাকার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একটি পরিবারের সবাই এই হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েল এই এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ ঘোষণা করলেও, সেখানেও তারা হামলা চালিয়েছে।

 

ঈদের আনন্দ যেন গাজার বাসিন্দাদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার বাসিন্দাদের মাথা গোঁজার ঠাঁইও নেই। যে শিশুরা ঈদের দিনে নতুন জামা পরত, তারা আজ ক্ষুধার্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। গাজার বাসিন্দাদের নিরাপত্তা নেই, নেই উৎসবের কোনও খাবার।

 

ঈদের আনন্দ উদযাপনের বদলে লোকজন আজ তাদের প্রিয়জনদের কবর জিয়ারত করছেন। আল-আকসা হাসপাতালের মর্গে এক মা তার মেয়ের সঙ্গে এসেছেন তার বাবাকে শেষ বিদায় জানাতে। গতকাল ইসরায়েলি হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের এই দুঃখের যেন শেষনেই।