সিয়াম ইসলাম প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম
জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণ করে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।
শহীদ পরিবার এবং আহত জাতীয় বীরদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী শহীদ পরিবারগুলোর পাশে ছাত্রশিবির সবসময় ছিল। জুলাইয়ের ইতিহাসকে জাগ্রত রাখতে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য পবিত্র ঈদুল ফিতরেও ছাত্রশিবির তাদের পাশে থাকবে। ইতোমধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা সারাদেশে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন। ঈদের পুরো সময় জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।