Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ১২:৫২ পিএম

মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানযোগে এই মানবিক সহায়তা পাঠানো হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রেরিত এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল আট টন শুকনো খাবার, ২.৫ টন পানি, চার টন জরুরি ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১.৫ টন ত্রাণ তাবু।

এই উদ্ধার অভিযানে, তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উদ্ধার ও মেডিকেল দল অংশ নেয়। উদ্ধার ও মেডিকেল দলে মোট ৫৫ জন উদ্ধারকর্মী এবং চিকিৎসক ছাড়াও ৩৭ জন ক্রু সদস্য ছিলেন। ভূমিকম্পের শিকার মানুষদের জরুরি সহায়তার লক্ষ্যে, তারা নিজেদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, স্বাস্থ্যসেবা সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা এবং রান্নার উপকরণ সঙ্গে নিয়ে গেছেন।

এর আগে, গত রবিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে প্রথম দফায় জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাবু, শুকনো খাবার এবং একটি মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়েছিল।

গত শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এই প্রাকৃতিক দুর্যোগে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।