Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

ঈদে কারা কর্তৃপক্ষের ৩ দিনের আয়োজন, যেকোনো একদিন মিলবে স্বজনদের দেখা


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ১২:৫২ পিএম

ঈদে কারা কর্তৃপক্ষের ৩ দিনের আয়োজন, যেকোনো একদিন মিলবে স্বজনদের দেখা

ঈদ উপলক্ষে কারাগারের বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তিন দিনব্যাপী এই আয়োজনে বন্দিদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করার এবং তাদের জন্য ঘরে রান্না করা খাবার নিয়ে আসার সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে বন্দিদের পরিবারের সদস্যদের ভিড় দেখা যায়। কারাগারের কর্মীরা নির্দিষ্ট টোকেনের বিনিময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খাবার গ্রহণ করে বন্দিদের কাছে পৌঁছে দেন।

কারাগারের দুটি ভবনের ১৬টি ইউনিটে একযোগে সাক্ষাৎ পর্ব চলে। ডিভিশনপ্রাপ্ত বন্দিরাও তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পান। কারা কর্তৃপক্ষের এই আয়োজনে বন্দিদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। ঈদের তৃতীয় দিনে বন্দিদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঈদের দিন, কারাগারের অভ্যন্তরে বন্দিদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। এছাড়াও, বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের আনা খাবারও তাদের খেতে দেওয়া হয়।