Dhaka, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ফিলিস্তিনি


সিয়াম ইসলাম   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০১ পিএম

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪ ফিলিস্তিনি

গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি আক্রমণে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ১২ জন সদস্যও রয়েছেন। গাজা শহরের একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় তারা প্রাণ হারান। ঈদের আনন্দ উদযাপনের জন্য তারা একই স্থানে জড়ো হয়েছিলেন।

এই ভয়াবহ হামলার মধ্যেই ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ফলে, হাজার হাজার ফিলিস্তিনি আবারও রাফার দিকে ছুটছেন।

এদিকে, জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গত ১৫ দিন ধরে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে।

প্রায় দেড় বছর ধরে চলা এই সংঘর্ষে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।