সিয়াম ইসলাম প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দলের গঠনতন্ত্র চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। একইসঙ্গে, চলতি মাস থেকেই বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিক সমাবেশের মাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে দলটি। এর পাশাপাশি, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করেছে এনসিপি।
গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকে, দলের নেতাকর্মীরা রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা পালন করছেন। ঈদের ছুটিতে দলের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়েছেন, যা আগামী নির্বাচনে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এনসিপি চলতি মাসে তাদের দলীয় ঘোষণাপত্র ও মৌলিক কর্মসূচি প্রকাশ করবে। দলের নেতারা বিভিন্ন অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একটি সাধারণ ঐকমত্য তৈরির চেষ্টা করছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, বিভাগীয় সমাবেশের প্রস্তুতি পুরোদমে চলছে এবং সংস্কার কমিশনের কাছে তাদের সংস্কার প্রস্তাব ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
দলটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে চলতি মাস থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে, যা আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রয়োজনীয় সংখ্যক কার্যালয় স্থাপনের প্রস্তুতিও চলছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণের জন্য কমিটি এবং জেলা পর্যায়ে কার্যালয় স্থাপন জরুরি। তাই, আমরা একই সঙ্গে দুটি লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি। এছাড়াও, আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা খুব শীঘ্রই একটি সদস্য সংগ্রহ সপ্তাহ আয়োজনের পরিকল্পনা করছি।"
বিশেষজ্ঞরা মনে করেন, নতুন দলে সব বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে দলের বার্তা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছাতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান বলেন, "বিভিন্ন পেশাজীবী, নারী এবং সকল বয়সের মানুষের কাছে দলের বার্তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। যদি দলটি শুধুমাত্র তরুণদের দল হিসেবে পরিচিত হয়, তাহলে বয়স্ক এবং অন্যান্যরা হয়তো এটি গ্রহণ নাও করতে পারে।"