সিয়াম ইসলাম প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ পিএম
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরে ১৪টি পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এই তথ্যটি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রায়পুর উপজেলা বাস টার্মিনাল ও ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাস পরিবহন এবং সিএনজিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করা হয়। এই অভিযানটি সহকারী কমিশনার শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত হয়েছিল।
জরিমানা করা চেয়ারকোচগুলোর মধ্যে ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনকে ১০ হাজার টাকা, জোনাকি পরিবহনকে ৩ হাজার টাকা এবং ইকোনো পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, চাঁদপুরগামী ১০ জন সিএনজিচালিত অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা না থাকার কারণে চেয়ারকোচসহ অটোরিকশা চালকদের জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে যাত্রীদের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, শুক্রবারও সদরের ঝুমুর, বাস টার্মিনাল, উত্তর তেমুহনী ও রামগঞ্জ বাস কাউন্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।