Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪, ০৩:২৮ এএম
Bangla Today News

আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা থাকবে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার দেশের আটটি বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী দুই দিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ডিমলায় সর্বনিম্ন ছিল 21.5 ডিগ্রি। এছাড়া যশোরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার।

প্রসঙ্গত, অক্টোবরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকে সাগরে একটি নিম্নচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতের তামিলনাড়ু উপকূলে এর প্রভাব বেশি। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

Leave a comment