Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ অধিনায়ক

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪, ০৪:১৪ এএম
Bangla Today News

পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যে দলই জিতুক না কেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে। আর এই ফাইনালের আগেই চলতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই একাদশ তাদের ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করেছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে একমাত্র এশিয়ান ক্রিকেটার বাংলাদেশের অধিনায়ক নাইজার সুলতানা জ্যোতি। টাইগ্রেসের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপে মনে রাখার মতো পারফর্ম করতে পারেননি। বাংলাদেশ দলও আশানুরূপ সাফল্য পায়নি। তবে স্ট্যাম্পের আড়ালে জ্যোতি তার কাজটি ভালোভাবে করেছেন। ব্যাট হাতে গড় ছিল ৩৪-এর বেশি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন ৪ জন। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন ৩ জন। অস্ট্রেলিয়ার মহিলা দল থেকে জায়গা পেয়েছেন ২ জন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ১ জন করে এসেছেন।


ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিকে। ওপেনার হিসেবে থাকবেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। লরা উলভার্ট ৫ ম্যাচে ১৯০ রান করেছেন। আর তাজমিনের রান ১৭০। দুজনেই আছেন মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। আজকের ফাইনালেও তাদের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

ওয়ান ডাউনে রয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া প্লাইমার। ৫ ম্যাচে তাজমিনের সমান ১৭০ রান। সোফি ডিভাইনের সাথে তার শক্তিশালী জুটি 2010 সালের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যায়।

এই বিশ্বকাপের দলে দ্রুততম রান করার দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ এবং ওয়েস্ট ইন্ডিজের ডায়ান্ড্রা ডটিন। স্ট্রাইক রেট ১৫১-এর বেশি এই কাপে ৫ ম্যাচে ৮২ রান। বল হাতে আছে ৫ উইকেট। 162 স্ট্রাইকে 120 রান করেন ডটিন। পেয়েছেন ৫ উইকেট।


ডটিন ও জ্যোতি- দুজনেই জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে
এরপরই রয়েছে মৌসুমের সেরা অলরাউন্ডারের নাম। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ৫ ম্যাচে ৯২ রান করেছেন। এছাড়াও তিনি 4.60 ইকোনমিতে 12 উইকেট পান। সিরিজে রানার্সআপ হয়ে এই একাদশে জায়গা পাওয়া নিশ্চিত ছিল।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপে ৪ ম্যাচে ৩৪.৬৬ গড়ে ১০৪ রান করেছেন। ব্যাট হাতে পিছিয়ে থাকলেও এই টুর্নামেন্টে উইকেটের পেছনে ছিলেন সেরা। নিয়েছেন ১টি ক্যাচ। করেছেন ৬টি স্ট্যাম্পিং। ব্যাট হাতে দলের বিপর্যয়েও ছিলেন আত্মবিশ্বাসী।

বোলারদের মধ্যে রয়েছেন দুই অসি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড ও মেগান শুট। সাদারল্যান্ড ১০ রানের বেশি দিয়ে ৯ উইকেট পেয়েছেন। মেগানের উইকেট ৮টি। কিউই বোলার ইডেন কারসনও ৮ উইকেট নিয়ে এই দলে জায়গা করে নিয়েছেন। দলের শেষ সদস্য ননকুলেকো মালাবা। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকান বোলার নিয়েছেন ১০ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপ একাদশ

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লাইমার, মারিজানে কাপ, ডায়ান্ড্রা ডটিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেলে সাদারল্যান্ড, ইডেন কারসন, মেগান শুট এবং ননকুলুলেকো ম্লাবা।

Leave a comment