Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

টাকা না থাকলে দল নেওয়ার দরকার কী, বিপিএল পারিশ্রমিক ইস্যুতে প্রশ্ন করেন ডেভিড ম্যালান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:১১ পিএম
Bangla Today News

বিপিএল-এ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ নতুন বিতর্ক সৃষ্টি করেছে। দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা গত রোববার বকেয়া পারিশ্রমিকের কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে চট্টগ্রাম কিংসসহ আরও কয়েকটি দলের খেলোয়াড়দের বকেয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

ফরচুন বরিশালের হয়ে খেলা ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালান এ বিষয়ে তার অবস্থান তুলে ধরেছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া।” তিনি আরও বলেন, “কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না। সিম্পল ব্যাপার।”

অস্ট্রেলিয়ার ব্যাটার উইলিয়াম বসিস্টোও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলা বসিস্টো বলেন, “খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব পারফর্ম করা। দলের মালিকদের দায়িত্ব চুক্তি অনুযায়ী কাজ করা। এটা না হলে বিষয়টি হতাশার।” পরিস্থিতি মোকাবিলায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

Leave a comment