Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

ভারতকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪, ১০:৩৯ এএম
Bangla Today News

নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, আর ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

বুধবার (২৩ অক্টোবর) সেমিফাইনালে জায়গা পেতে ড্র-ই যথেষ্ট ছিল বাংলাদেশের জন্য। তবে মাঠে সাবিনারা ৩-১ গোলে জয় তুলে নেন। বাংলাদেশের হয়ে দুটি গোল করেন তহুরা খাতুন এবং একটি গোল করেন আফিদা খন্দকার। ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক বালা দেবী। সবগুলো গোলই প্রথমার্ধে হয়েছে।

কোচ পিটার বাটলার এই ম্যাচে শুরুর একাদশে মারিয়া মান্দা ও মাসুরা পারভীনকে সুযোগ দেন। প্রথমার্ধে আফিদা, তহুরা ও শামসুন্নাহারের পারফরম্যান্সে বাংলাদেশ গোলের দাপট দেখায়। দ্বিতীয়ার্ধে ভারত কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষক রুপ্না চাকমার দৃঢ়তায় আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩-১ ব্যবধান নিয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Leave a comment