দীর্ঘ এক বছর ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা।
এরপর আর মাঠে ফেরা হয়নি তার। তাই কবে মাঠে ফিরবেন তার অপেক্ষায় ভক্তরা।
Liton's major decline in ranking, Muminul moved forward
Returning to form, Starc opened his mouth about 'beating'
ব্যর্থতার পর মাহমুদউল্লাহকে মুরব্বি বলে ট্রল
নেইমারকে নিয়ে সুখবর দিলেন আল হিলালের কোচ হোর্হে জেসুস। আগামী সোমবার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আল হিলালের কোচ হোর্হে জেসুস।
সেদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। তবে নেইমারের খেলা নিয়ে কিছু নিশ্চিত করতে পারেননি আল হিলাল কোচ। শুধু জানা গেছে, নেইমার পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন।
আগামী দুই দিনে সবকিছু ঠিকঠাক থাকলে পরের ম্যাচে তাকে অন্তর্ভুক্ত করবে দল।