Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের  আন্ত:বর্ষ ক্রিকেট অনুষ্ঠিত,  চ্যাম্পিয়ন ৬ষ্ঠ ব্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪, ০১:৪২ এএম
Bangla Today News

 


চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয় ৬ষ্ঠ ব্যাচ এবং রানারআপ হয় ৫ম ব্যাচের শিক্ষার্থীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার সময় বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

খেলার পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড মোহাম্মদ শামীম উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক জনাব তৈয়বা খানম, জনাব হাসনাইন ইস্তেফাজ, জনাব সাহানা পারভীন, জনাব সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন। উতসব মুখর আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।


উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা প্রশাসনে আসার পর থেকে আমি ব্যক্তিগতভাবে বিভাগগুলোতে সন্মানিত শিক্ষকেদর সাথে প্রতিনিয়ত একাডেমিক কার্যক্রমে গতিশীলতা, গুণগত পরিবর্তন ও সেশনজট নিরসনে মতবিনিময় করছি। পাশাপাশি বিভাগগুলোতে কো-কারিকুলার অ্যাকটিভিটিসের ব্যাপারেও গুরুত্বারোপ করছি। বাংলাদেশ স্টাডিজ বিভাগ এক আয়োজনে পদক্ষেপ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও নম্বর রাখার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে।

বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, শান্তিপূর্ণভাবে এ টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিভাগের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি  এ টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মিলবন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
 

Leave a comment