Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪, ১২:১২ এএম
Bangla Today News

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ২২ বছর পর অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজে মুদ্রার উলটো পিঠ দেখল মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ২৯ রানে হারে সফরকারীরা। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে গতকাল দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না।

তবে অজি পেসার স্পেন্সার জনসনের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারলো পাকিস্তান। গতকাল সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রান তোলে অজিরা। স্বাগতিকদের হয়ে ১৭ বল খেলে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ম্যাথু শর্ট।

 

অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে বল হাতে সর্বোচ্চ চার উইকেট শিকার হারিস রউফ। করেন পাকিস্তানি পেসার অজিদের দেওয়া ১৪৮ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Leave a comment