জাতীয় দল থেকে কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। অবসরের পর এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ফিট থাকলে নিয়মিতই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে যেতে চান তামিম।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান এবং দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের এমন চাওয়ার প্রেক্ষিতে কদিন আগে সিলেটে তামিমের সঙ্গে আলোচনায় বসেছিলেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরবেন কিনা এমন সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় নিয়েছিলেন তামিম। যদিও সেই সময়ের আগেই নিজের ফেসবুকে অবসরের ঘোষণা দেন তামিম। অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিআইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সামনের মৌসুমেও মাঠ মাতাবেন এই উইকেটরক্ষক। ফিট থাকলে ধোনির মতো খেলে যেতে চান তামিমও। বিপিএলের পাশাপাশি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের বিভিন্ন টুর্নামেন্টেও খেলে যেতে চান তিনি। তামিম বলেন, 'হ্যাঁ, আমি চেষ্টা করব। এখন তো অবসর নিয়েছি লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব, তো ওইসব খেলব। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওইটা খেলব। আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি বিপিএল খেলব, যতটুকু পারি খেলতে থাকব। '
নিউজিল্যান্ড জিতলেই বিদায় বাংলাদেশ ও পাকিস্তানের
৯ বছর পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে অস্কারকে
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী
৪৩ বছর বয়সেও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। তবে তামিম কতদিন খেলবেন সেটা অবশ্য এখনো ঠিক করেননি তিনি। আপাতত ফোকাস ঠিক রেখে খেলা চালিয়ে যেতে চান তিনি, 'খেলতে থাকব। আমার ফোকাস খেলা নিয়ে কারণ বেশ কয়েকটা টুর্নামেন্ট আছে।'
এদিকে গুঞ্জন উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে। শোনা যাচ্ছে, ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে কাজ করার ইচ্ছা আছে বাঁহাতি এই ওপেনারের। তবে এখনও এ নিয়ে সিদ্ধান্ত নেননি তামিম, 'এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই।