অবশেষে স্বপ্ন পূরণ হলো। বাংলাদেশের এক সময়কার ‘পোস্টারবয়’ এবার নারী ও পুরুষ ক্রিকেট লিগে হেড কোচের তকমা গায়ে এঁটে কোচিং করাবেন। পুরুষ প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। আর নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান প্রশিক্ষকও জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
এতদিন যেটা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এবার নাম বদলে সেটাই শুধুমাত্র ‘ধানমন্ডি ক্লাব’। আর সেই দলের কোচিং করাবেন মোহাম্মদ আশরাফুল। ঢাকার ক্লাব ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে প্রধান প্রশিক্ষক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের।
খেলা Read more from
Miami gave good news about Messi
"I am willing to listen to nonsense if it benefits people", Tamim said about the advertisement
Mustafiz made a record in IPL
ঢাকা প্রিমিয়ার লিগে গত কয়েক বছর যাবত ওপরের দিকেই ছিল ধানমন্ডির এই ক্লাবটি। অনেক তারকার মেলাও বসেছিল গত কয়েক বছরে। যদিও সেই তারার মেলা এখন আর নেই। আগের দলের বড় অংশই চলে গেছে অন্য ক্লাবে। ২০২৫ সালে ধানমন্ডি ক্লাবের শক্তি অনেকটাই কমেছে।
কিন্তু ক্লাবের ছায়াসঙ্গী হয়ে যাওয়া নুরুল হাসান সোহান ঠিকই আছেন। মূলত তার নেতৃত্বেই এবার প্রিমিয়ার লিগ খেলবে ধানমন্ডি ক্লাব। সঙ্গে আরও আছেন ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, হাসান মুরাদ, সানজামুল ইসলাম, হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলিসহ এক ঝাঁক তরুণ। কাগজে-কলমে হয়তো ৬-৭ নম্বর দল হতে পারে ধানমন্ডি ক্লাব।